ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত মনে করে অন্তবর্তীকালীন সরকার। তবে পলাতক শেখ হাসিনা ভারতে বসে জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে ক্রোধের সৃষ্টি হয়েছে, এই ঘটনাকে তারই বহিঃপ্রকাশ হিসেবে দেখছে সরকার, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এমন কথা বলা হয়েছে। শেখ হাসিনা গণঅভ্যুত্থানের শহীদদের অপমান করেছেন, দুর্নীতি সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে যে সুরে কথা বলতেন একই সুরে এখনো বলে চলেছেন। জুলাই গণহত্যা নিয়ে মানুষের মনে থাকা ক্ষতকে তিনি বারবার আঘাত করছেন। এছাড়াও বিবৃতিতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে এমন কাজে ব্যবহৃত হতে না দেয় এবং হাসিনাকে বক্তব্য দেওয়া থেকে বিরত রাখে।