যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এক ভিসা নীতিমালা জারি করেছেন, যেখানে ডায়াবেটিস, স্থূলতা ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের স্থায়ী বসবাসের আবেদন বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (৮ নভেম্বর) এবিসি নিউজ-এর প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তর দূতাবাস ও কনস্যুলার কর্মকর্তাদের পাঠানো এক গোপন বার্তায় এই নির্দেশনা জানায়। এতে বলা হয়, বয়স বা স্বাস্থ্যজনিত কারণে ভবিষ্যতে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার সম্ভাবনা থাকলে আবেদনকারীকে সরকারের জন্য “বোঝা” হিসেবে গণ্য করা হবে এবং তার ভিসা প্রত্যাখ্যান করা যেতে পারে।
নতুন নিয়মে আবেদনকারীর পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও যত্ন নেওয়ার সামর্থ্যও মূল্যায়নের কথা বলা হয়েছে। স্থূলতাকে উচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, কারণ এটি অ্যাজমা, উচ্চ রক্তচাপ ও অন্যান্য জটিলতা সৃষ্টি করতে পারে।
ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী অবস্থানেরই সম্প্রসারণ। তারা সতর্ক করেছেন, চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণহীন ভিসা অফিসারদের স্বাস্থ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হলে পক্ষপাতমূলক সিদ্ধান্তের ঝুঁকি বেড়ে যাবে।