২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের পাঠ্যবই সময়মতো সরবরাহ নিয়ে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবার আগেভাগে দরপত্র আহ্বান করলেও বাতিল, পুনঃদরপত্র ও চুক্তি জটিলতায় মুদ্রণ কার্যক্রম পিছিয়ে পড়েছে। ষষ্ঠ ও নবম শ্রেণীর বই ছাপা শুরু হলেও সপ্তম ও অষ্টম শ্রেণীর বইয়ের কাজ এখনো শুরু হয়নি। এ বছর প্রায় ৩০ কোটি বই ছাপানো হবে, যা গত বছরের তুলনায় ১০ কোটি কম। প্রাথমিক স্তরের ৯৪ শতাংশ বইয়ের মুদ্রণ শেষ হলেও মাধ্যমিক স্তরে অগ্রগতি ধীর। এনসিটিবি আশা করছে নভেম্বরের মধ্যে সব চুক্তি সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে মুদ্রণ শেষ করা যাবে। তবে কিছু লটের চুক্তি এখনো বাকি থাকায় আশঙ্কা করা হচ্ছে, শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে আবারও দেরি হতে পারে।