বান্দরবানের থানচি উপজেলার নাফাখুম জলপ্রপাতে গোসল করতে নেমে মো. ইকবাল হোসেন (২৫) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকা ডেমরা এলাকা থেকে আসা ১১ জনের একটি দল ভ্রমণে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, স্রোতের পানিতে ভেসে ইকবাল নিখোঁজ হন। খবর পেয়ে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে। স্থানীয় ট্যুরিস্ট গাইড সমিতি জানিয়েছে, নাফাখুম এলাকায় পর্যটন নিষিদ্ধ এবং প্রশাসনের নির্দেশনা অনুযায়ী তীন্দু ও রেমাক্রী বড়পাথর পর্যন্ত ভ্রমণের অনুমতি রয়েছে, তবে স্থানীয় গাইড সঙ্গে নেওয়া বাধ্যতামূলক। প্রশাসন পর্যটকদের নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।