লেবাননের সাবেক মন্ত্রী আদনান হুসেইন বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলি চাপের মুখে হিজবুল্লাহ কখনোই তাদের অস্ত্র সমর্পণ করবে না এবং লেবাননে ও গোটা অঞ্চলে ওয়াশিংটনের চালানো ষড়যন্ত্রের বিপরীতে প্রতিরোধ অব্যাহত রাখবে। তিনি বলেন, ‘টম ব্যারাক যখন তৃতীয়বার লেবাননে আসেন, তিনি হতাশা প্রকাশ করেন, কারণ তিনি আশা করেছিলেন যে লেবাননের প্রেসিডেন্ট জেনারেল জোসেফ আওন আগের কর্মকর্তাদের চেয়ে ভিন্ন প্রতিক্রিয়া জানাবেন। এই হতাশা থেকে বোঝা যায়, লেবাননের ওপর আরও চাপ আসছে। ইসরাইলকে লেবাননে আরও স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ দেওয়া হবে—যার মধ্যে রয়েছে ড্রোনের অবাধ ও লাগাতার উড্ডয়ন এবং ত্রিপোলি ও উত্তর বেকার আকাশে আতঙ্ক সৃষ্টি করা। আরো বলেন, যুক্তরাষ্ট্র কখনোই ইসরাইলকে চাপ দেয় না, দেবে না। গাজায় যা ঘটছে, তা-ই এর প্রমাণ। হামাস বিভিন্ন প্রস্তাব দিয়েছে, কিন্তু ইসরাইল সেগুলো প্রত্যাখ্যান করেছে।' তিনি জানান, মধ্যস্ততায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির ওপর আস্থা রাখা যাবে না। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সব চাপের সেরা জবাব হলো জাতীয় ঐক্য।’