এক মানববন্ধনে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, সংস্কারগুলো দ্রুততার সঙ্গে হওয়া উচিত। তাহলে দ্রুত একটি নির্বাচন হতে পারে। সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও স্বৈরাচারের পুনরুত্থান হবে। মানববন্ধনে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের দাবি করা হয়। এতে মব-কালচার বন্ধ করাসহ ২৬ দাবি জানানো হয়। তিনি বলেন, গণঅভ্যুত্থান হাসিনাকে কেবল ক্ষমতাচ্যুত করার জন্য নয়, এটা ছিল স্বৈরাচারী ব্যবস্থার বিতাড়ন ও স্বৈরাচারী পদ্ধতি, প্রক্রিয়া, প্রতিষ্ঠানগুলোর পরিবর্তন। নির্বাচনের মার্কিন অনুদান সুজন পেয়েছে কিনা এমন প্রশ্নোত্তরে তিনি একে গুজব বলেন।