কোম্পানীগঞ্জে বামনী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্রে এক পরীক্ষার্থীর উত্তরপত্র ও এমসিকিউ শিট ছিনিয়ে নিয়ে বৃত্তভরাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার এ ঘটনায় দুই শিক্ষকের বিরুদ্ধে ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী শানজিদা আফরিন। প্রাইভেট না পড়ায় এমন ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ তার। অভিযুক্ত সহকারী হল সুপার শাহ কামাল সবুজ ও হল গার্ড নুরুল করিম। অভিযোগ, এমসিকিউ শিট দিতে সময়ক্ষেপণ করে তারা। এবং সময় শেষ হওয়ার আগেই তার কাছ থেকে উত্তরপত্র ছিনিয়ে নেয়। প্রতিবাদ করলে শিক্ষক সবুজ পরীক্ষার্থী আফরিনের এমসিকিউতে ইচ্ছামতো বৃত্ত ভরাট করে উত্তরপত্র জমা দেন। হল রুমের পাশে নিয়ে গালমন্দ ও অপমান করেন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।