উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, এবারের ঈদকে নগরবাসীর জন্য আরও সুন্দর করতে আমরা ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিলের উদ্যোগ নিয়েছি। সুলতানি আমলে, পরবর্তীতে ব্রিটিশ আমলেও ঈদ মিছিলের আয়োজন করা হতো। এই সংস্কৃতিকেই রিভাইভ করার উদ্যোগ নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। আসিফ মাহমুদ লেখেন, আমাদের ঈদে উৎসবের আমেজ নেই। টিভি প্রোগ্রাম দেখে কিংবা ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায় ঈদ। ঈদের জামাত ছাড়া কালেক্টিভ কোনো কর্মসূচি নেই। তাই চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে ঈদের জামাত হবে। গ্রামের ঈদগাহের পাশে যেমন ছোট মেলা বসে তেমনই মেলা থাকবে দিনব্যাপী। নামাজের পরে হবে ঈদ আনন্দ মিছিল। মিছিলটি জামাতের স্থান থেকে শুরু হয়ে সংসদ ভবনের সামনে এসে শেষ হবে।