সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রেসিডেন্ট ভবনের নিকট ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, এতে একজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। হামলার কয়েক ঘণ্টা আগে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী এসরায়েল কাৎজ সিরিয়ার সরকারকে সুয়েইদা অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের হুমকি দেন। ওই এলাকায় সরকারপন্থি বাহিনী ও ড্রুজ লড়াকুদের মধ্যে উত্তেজনা চলছিল। হামলার পর কাৎজ একটি ভিডিও পোস্ট করে বলেন, "প্রচণ্ড আঘাত শুরু হয়েছে।" ইসরাইল এখনো হামলার দায় আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি, তবে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর উপস্থিতি ঠেকাতে তারা সিরিয়ায় ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে।