জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার দুটি প্রতিবেদনে বুধবার দেখা গেছে, ডিসেম্বরে ইউরোনিয়াম মজুদ নাটকীয় গতিতে বাড়ানোর ঘোষণার পর ইরানের ইউরেনিয়াম বেড়ে পারমাণবিক বোমা তৈরির মানের কাছাকাছি চলে গেছে। প্রায় ৯০% কাছাকাছি মানের, ৬০% পর্যন্ত ফিসাইল বিশুদ্ধতায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ পশ্চিমাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র এ নিয়ে ইরানের উপর নতুন করে চাপ সৃষ্টির পরিকল্পনা করলেও আন্তর্জাতিক আণবিক শক্তি জানিয়েছে, নতুন করে নিষেধাজ্ঞা আরোপের সময় ফুরিয়ে আসছে। আইএইএ জানিয়েছে, পরমাণু অস্ত্রহীন একমাত্র দেশ ইরানে উচ্চমানে পরিশোধিত ইউরোনিয়াম উৎপাদন উদ্বেগজনক। ইরান যে পরিমাণ মজুদ করেছে এতে ছয়টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব।