ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের সাবেক ইউনিয়ন সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বুলবুলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) সকালে আলগী ইউনিয়নের হরিরহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন জানান, বুলবুল ঢাকা-খুলনা মহাসড়কে হাজারো লোক নিয়ে দেশীয় অস্ত্রসহ অবরোধ সৃষ্টি করে গাছ ফেলে ও অগ্নিসংযোগ করেছিলেন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। একই সময়ে মানব পাচার মামলায় লিমাস শেখ নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উভয় মামলার তদন্ত চলছে এবং ঘটনার পেছনের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।