বিহার বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন মহাগঠবন্ধনের শোচনীয় পরাজয়ের পর ভোটের ফলাফল নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি সরাসরি ভোটচুরির অভিযোগ না তুললেও নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, নির্বাচন শুরু থেকেই সুষ্ঠু ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি মহাগঠবন্ধনের পক্ষে ভোট দেওয়া লাখো ভোটারকে ধন্যবাদ জানিয়ে বলেন, কংগ্রেস ও ইনডিয়া জোট এই ফলাফল গভীরভাবে বিশ্লেষণ করবে এবং গণতন্ত্র রক্ষার লড়াই আরও জোরদার করবে। দুই দফায় অনুষ্ঠিত এই নির্বাচনে গড়ে ৬৭ শতাংশ ভোট পড়েছে। বিজেপি ও জেডিইউ নেতৃত্বাধীন এনডিএ জোট ২৪২টির মধ্যে ২০২টি আসনে জয় পেয়েছে। বিজেপি পেয়েছে ৮৯টি, জেডিইউ ৮৫টি আসন। অন্যদিকে আরজেডি পেয়েছে ২৫টি এবং কংগ্রেস মাত্র ১০টি আসনে জয়ী হয়েছে, যা বিরোধী জোটের জন্য বড় ধাক্কা।