পাকিস্তানের সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতি মনসুর আলী শাহ ও আথার মিনল্লাহ ১৩ নভেম্বর পদত্যাগ করেছেন ২৭তম সাংবিধানিক সংশোধনী পাসের পর। জাতীয় পরিষদ ও সিনেটে দুই-তৃতীয়াংশ ভোটে পাস হওয়া এই সংশোধনীতে সুপ্রিম কোর্টের উপরে একটি নতুন ফেডারেল সাংবিধানিক আদালত গঠনের বিধান করা হয়েছে, যা বিচার বিভাগের কাঠামোতে বড় পরিবর্তন আনে। বিচারপতি শাহ তার পদত্যাগপত্রে সংশোধনীটিকে সংবিধানের ওপর ‘ভয়াবহ আঘাত’ বলে উল্লেখ করেন এবং বলেন এটি বিচার বিভাগের স্বাধীনতা নষ্ট করেছে। বিচারপতি মিনল্লাহ বলেন, সংশোধনীটি সংবিধানকেই কার্যত বিলুপ্ত করেছে। বিশ্লেষকদের মতে, এই পদত্যাগ পাকিস্তানের বিচার বিভাগের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা, যা বিচার বিভাগের স্বাধীনতা ও নির্বাহী প্রভাব নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।