ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ক্যাম্পাসে জুলাই–আগস্ট আন্দোলনে বাধা, শিক্ষার্থীদের ওপর হামলা ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ১৬ জন শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীকে বহিষ্কার বা সাময়িক বরখাস্ত করেছে। ২৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ৯০তম সিন্ডিকেট সভায় তদন্ত ও শৃঙ্খলা কমিটির প্রতিবেদন পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুই শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সিন্ডিকেট জানিয়েছে, আন্দোলনে বাধাদানে প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসে স্থিতিশীল পরিবেশ বজায় রাখা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে সহিংসতায় জড়িতদের প্রতি কোনো ছাড় দেওয়া হবে না।