Web Analytics
মহান বিজয় দিবস উপলক্ষে ২০২৫ সালের ১৬ ডিসেম্বর চট্টগ্রামের সাতকানিয়ায় যুব র‍্যালির আয়োজন করে জামায়াতে ইসলামী। জাতীয় পতাকা হাতে নিয়ে জামায়াত ও ছাত্রশিবিরের কয়েক হাজার নেতাকর্মী এতে অংশ নেন। সকাল সাড়ে ৯টায় কেরানীহাট সী-ওয়ার্ল্ড রেস্টুরেন্টের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ধরে কয়েক কিলোমিটার অতিক্রম করে হাসমতের দোকান এলাকায় শেষ হয়।

র‍্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক প্যানেল স্পিকার শাহজাহান চৌধুরী বলেন, বিজয় দিবস জাতীয় আত্মপরিচয়ের প্রতীক এবং অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যের প্রেরণা। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও সাধারণ মানুষ ন্যায়বিচার ও সমঅধিকার থেকে বঞ্চিত। প্রকৃত বিজয়ের অর্থ বাস্তবায়নে রাষ্ট্রে জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠা জরুরি।

যুবসমাজের ভূমিকা নিয়ে তিনি বলেন, সঠিক দিকনির্দেশনা পেলে তরুণরাই দেশকে কল্যাণরাষ্ট্রে রূপ দিতে পারে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।

Card image

Related Videos

logo
No data found yet!