৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী ও ডিজএবল ব্যক্তি দিবস উপলক্ষে বাংলাদেশ অটিজম অ্যান্ড ডিজএবিলিটি ইনস্টিটিউট (বাডি) জাতীয় প্রেস ক্লাবের সামনে জুলাই অভ্যুত্থানে আহতদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। ডা. জাহিদুল বারীর সভাপতিত্বে এবং মো. আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট ড. হেলান উদ্দিন। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অবহেলা করা অন্যায় এবং সমাজের অগ্রগতির জন্য তাদের অন্তর্ভুক্তি জরুরি। জুলাই আন্দোলনের সময় আহতরা পূর্বে প্রতিবন্ধী ছিলেন না, বরং রাষ্ট্রীয় ও রাজনৈতিক সহিংসতার কারণে তারা পঙ্গুত্ব বরণ করেছেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান, জুলাই যোদ্ধা ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসনে টেকসই ও স্থায়ী পদক্ষেপ নিতে, যা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।