বিডিআর হত্যাযজ্ঞ তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের নাম আসায় তাকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তিন আইনজীবী—অ্যাডভোকেট মো. আব্দুস সামাদ, অ্যাডভোকেট শাহিন হোসেন ও অ্যাডভোকেট মো. আতিকুর রহমান—এই নোটিশ পাঠান। প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র, জন প্রশাসন ও আইন সচিবের কাছে পাঠানো নোটিশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে তারা আদালতের দ্বারস্থ হবেন। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে ঢাকার পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহে ৭৪ জন নিহত হন, যার মধ্যে ৫৭ জন সেনা কর্মকর্তা ছিলেন। দীর্ঘ তদন্তের পর গত বছরের ডিসেম্বরে গঠিত কমিশন ৩০ নভেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে আইজিপির নাম আসার পর প্রশাসনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।