বাংলাদেশের জাতীয় পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান জানিয়েছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের কাজে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সোমবার সচিবদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, আলোচনা ফলপ্রসূ হলেও সব সচিব উপস্থিত ছিলেন না। কমিশন দ্রুত সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দিতে পারবে বলে আশা করছে, যা নভেম্বরের শেষ নাগাদ হতে পারে। গত ২৭ জুলাই সরকার সময়োপযোগী বেতন কাঠামো নির্ধারণে কমিশন গঠন করে। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির জানিয়েছেন, ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ না জমা হলে ৫ ডিসেম্বরের মহাসমাবেশ থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। কমিশনের সুপারিশ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও সুবিধা পর্যালোচনার ভিত্তিতে তৈরি হবে। ইতিমধ্যে প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে।