মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, পারমাণবিক শক্তিধর পাক-ভারতের মধ্যে চলমান বিরোধ ‘একভাবে না একভাবে মিটে যাবে।’ তিনি বলেন, ‘ওই সীমান্তে ১,৫০০ বছর ধরে উত্তেজনা রয়েছে, তাই এটা নতুন কিছু না। তারা যেকোনোভাবে না কোনওভাবে বিষয়টি সমাধান করে ফেলবে’। তিনি আরো বলেন, ‘হামলাটি ছিল একটি খারাপ ঘটনা!' প্রসঙ্গত, পেহেলগাম হামলার পর দুই প্রতিবেশী দেশের সৈনিকদের মধ্যে গুলাগুলির ঘটনাও ঘটেছে!