টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইসরাইলি হামলার জবাবে শুক্রবার রাতে ও শনিবার ভোরে ইসরাইলে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হমলা চালিয়েছে ইরান। এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়া প্রায় ৮০ জন আহত হয়েছেন। প্রসঙ্গত, ইরানি মিডিয়া জানিয়েছে, শুক্রবার গভীর রাতে প্রথম হামলায় শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর অনুমান, এর প্রকৃত সংখ্যা ১০০- এরও কম। তাদের দাবি, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই ধ্বংস করে দেওয়া হয়েছে।