Web Analytics
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে বৃহস্পতিবার রায় ঘোষণা করা হবে। নিষিদ্ধ আওয়ামী লীগ একই দিনে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। ট্রাইব্যুনাল চত্বরে পুলিশ, র‌্যাব, বিজিবি, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন রয়েছেন। নিরাপত্তা বলয় ও তল্লাশি কার্যক্রমের মাধ্যমে জনসাধারণ ও সাংবাদিকদের প্রবেশ সীমিত করা হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে ১৭ হাজার ডিএমপি সদস্যসহ যৌথ বাহিনী মোতায়েন রয়েছে। বুধবার থেকেই ঢাকার প্রবেশপথে চেকপোস্ট ও হোটেল তল্লাশি কার্যক্রম চলছে, যাতে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা না ঘটে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।