বরিশালের গৌরনদীতে ঈদুল ফিতরের শুভেচ্ছা পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের মধ্যে সংঘর্ষে ৬ নারীসহ উভয়পক্ষের ২৫ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় যুবদল নেতা সোহেল মোল্লার সমর্থকদের ৫টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেল্লালের স্ত্রী ইলমা ইয়াসমিন দুষ্টুমি করে টিনের বেড়ার সঙ্গে লাগানো ঈদুল ফিতরের একটি শুভেচ্ছা পোস্টারের একাংশ ছিঁড়ে স্বামী বেল্লালের গাঁয়ে ছুড়েন। সেখান দিয়ে যুবদল নেতা সোহেল মোল্লা যাওয়ার সময় মোটরসাইকেল থামিয়ে পোস্টার ছেঁড়ার কারণ জিজ্ঞাসা করেন। এ নিয়ে সোহেল ও বেল্লালের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সোহেল ইলমা ইয়াসমিনকে মারার জন্য তেড়ে গেলে বেল্লাল ও সোহেলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর সোহেল মোল্লার নেতৃত্ব ১০-১২টি মোটরসাইকেলযোগে যুবদলের ২০-২৫ নেতাকর্মী লাঠিসোটা, রামদা, লোহার রড নিয়ে বৃহস্পতিবার বিকালে বিএনপি কর্মী আলম শিকদারের বাড়িতে হামলা চালায়। এ সময় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন শিকদারের নেতৃত্বে বাড়ির ও বাজারের লোকজন পালটা হামলা চালালে ওই বাড়ির সামনের রাস্তায় ওপর উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।