ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন রানা (৫৮) কে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হওয়ার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তাকে আটক করে। তিনি সেখানে নিজের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের জন্য গিয়েছিলেন। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে সদর থানায় হস্তান্তর করা হয়।
দুপুরে তাকে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত শুনানি শেষে আফজাল হোসেন রানাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. তৌহিদুজ্জামান জানান, মামলার তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, আফজাল হোসেন রানা দুই মেয়াদে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক ও যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার গ্রেপ্তারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে। মামলার পরবর্তী শুনানি শিগগিরই অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।