প্রথমবারের মতো স্বর্ণের দাম প্রতি আউন্সে ৪ হাজার ডলার ছাড়িয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণে ঝুঁকছেন। বুধবার স্পট গোল্ডের দাম বেড়ে দাঁড়ায় ৪,০১১.১৮ ডলার এবং ডিসেম্বরে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম হয় ৪,০৩৩.৪০ ডলার। চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৫২ শতাংশ, যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। বিশ্লেষকদের মতে, ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা, দুর্বল ডলার, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয় এবং এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে বিনিয়োগ বৃদ্ধিই এই উত্থানকে ত্বরান্বিত করেছে। স্বাধীন বিশ্লেষক তাই ওয়ং জানান, বাজারে এখন ৫,০০০ ডলার নতুন লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সরকারি শাটডাউন, ফ্রান্স ও জাপানের রাজনৈতিক অস্থিরতাও স্বর্ণের চাহিদা বাড়াচ্ছে। একই সঙ্গে রূপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামেও ঊর্ধ্বগতি দেখা গেছে।