মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোমাবর্ষণ বন্ধের নির্দেশ উপেক্ষা করে ইসরাইল গাজায় নতুন করে হামলা চালিয়েছে, এতে ৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এসব হামলার মধ্যে গাজা সিটির তুফ্ফাহ এলাকায় এক পরিবারের ১৭ সদস্য নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশু ছিল। সর্বকনিষ্ঠ শিশুটির বয়স মাত্র আট মাস। আলজাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন ত্রাণ প্রত্যাশী ছিলেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট ৬৭ হাজার ৭৪ জন নিহত হয়েছেন। গাজায় চরম দুর্ভিক্ষ চলছে; গত ২৪ ঘণ্টায় ক্ষুধা ও অপুষ্টিতে আরও দুইজনের মৃত্যু হয়েছে, ফলে অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৫৯-এ পৌঁছেছে, যার মধ্যে ১৫৪ শিশু। ইসরাইলি সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।