ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উপ-সভাপতি সাদিক কায়েম মুক্তিযুদ্ধকে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করার কঠোর নিন্দা জানিয়েছেন এবং বলেছেন, নতুন বাংলাদেশে এমন কোনো উদ্যোগ সহ্য করা হবে না। ইসলামী ছাত্রশিবির আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, শুধুমাত্র জুলাইয়ের চেতনা ও ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গঠনের রাজনীতি চলবে। কায়েম শহীদ ও মুক্তিকামীদের ত্যাগকে দেশের ভিত্তি হিসেবে তুলে ধরেন এবং দুর্নীতি, চাঁদাবাজি ও ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে সতর্ক করেন। তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আক্রমণ করে বলেন, তারা জুলাই শহীদদের জন্য ন্যায় নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তিনি সব রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনকে জুলাইয়ের চেতনায় কাজ করার আহ্বান জানান, যাতে সমতার, কল্যাণমূলক ও নীতিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করা যায়।