ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রাইভেটকারে ৩৬ কেজি গাঁজাসহ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে আখাউড়া-আগরতলা সড়কের পৌর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে ও তার সহযোগী গোলাম রাব্বিকে আটক করা হয়। পুলিশ জানায়, ভারতের ত্রিপুরা রাজ্য থেকে গাঁজার চালান ঢাকায় নেওয়া হচ্ছিল। জব্দ করা হয় টয়োটা প্রাইভেটকারটি, যা মাদক পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উপজেলা বিএনপির সিনিয়র নেতারা জানান, মাদকসহ গ্রেফতারের ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় কামরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।