ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মহাখালী এলাকায় অবৈধ ব্যানার ও ফেস্টুন অপসারণ অভিযান পরিচালনা করেছে। শনিবার (৬ ডিসেম্বর) ওয়ার্ড ২০-এর বীর উত্তম একে খন্দকার সড়ক, তাজ উদ্দিন আহমেদ সড়ক, মহাখালী রেলগেট, সেতু ভবন, আমতলার মোড় এবং জনস্বাস্থ্যের গেট এলাকায় এই কার্যক্রম চালানো হয়। ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মীরা জানিয়েছেন, এটি শহরজুড়ে চলমান নিয়মিত পরিচ্ছন্নতা উদ্যোগের অংশ।
ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, নভেম্বর মাসে সংস্থাটি মোট ২ লাখ ৪৭ হাজার অবৈধ ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করেছে। সম্প্রতি ডিএনসিসি এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, সাত দিনের মধ্যে অবৈধভাবে সাঁটানো ব্যানার ও ফেস্টুন সরাতে হবে, নইলে জরিমানা ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে অনুমতি ছাড়া স্থাপিত সাইনবোর্ড, বিলবোর্ড ও এলইডি বিজ্ঞাপন অপসারণেরও নির্দেশ দেওয়া হয়েছে।
এই অভিযান নগরীর সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় ডিএনসিসির চলমান প্রচেষ্টার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। কর্তৃপক্ষ নাগরিক ও ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেছে।