বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ার কাদেরনগরে আয়োজিত দোয়া মাহফিল ও স্মরণসভায় তার ছেলে ও বিএনপি মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী বলেন, আসন্ন জাতীয় নির্বাচনই প্রমাণ করবে তার বাবার নির্দোষতা। আবেগঘন ভাষণে তিনি জানান, রাঙ্গুনিয়ার মানুষের ভালোবাসাই তার শক্তি এবং সালাউদ্দিন কাদের ছিলেন জনগণের প্রকৃত নেতা। অনুষ্ঠানে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী দোয়া পরিচালনা করেন এবং সালাউদ্দিন কাদেরকে জান্নাতবাসী বলে উল্লেখ করেন। হুম্মাম কাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার প্রয়াত পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চান। আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে তার এই বক্তব্য বিএনপির রাজনৈতিক অবস্থানকে নতুনভাবে আলোচনায় এনেছে।