হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন আহমেদ মজুমদার কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতে ইসলামী প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্বাচনি সমাবেশে বক্তব্য দেন। কালিকাপুর ইউনিয়নের সুফুয়া বাজারে অনুষ্ঠিত ওই সভায় তাহের আনুষ্ঠানিকভাবে তার প্রচারণা শুরু করেন। সালাউদ্দিনের বক্তব্যের ১ মিনিট ৬ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। বক্তব্যে তিনি ভোটারদের সচেতনভাবে ভোট দেওয়ার আহ্বান জানান এবং তাহেরের সুস্থতার জন্য দোয়া চান।
স্থানীয় সূত্র জানায়, কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন তার বাড়ির সামনে সভা হওয়ায় সেখানে যোগ দেন। পুলিশ জানায়, তিনি ২০১৫ সালের পেট্রলবোমা হামলায় আটজন নিহত হওয়া মামলার ১১ নম্বর আসামি। বিএনপি প্রার্থী কামরুল হুদা অভিযোগ করেন, তাহের আওয়ামী লীগের সাবেক নেতাদের পুনর্বাসন করছেন এবং অপরাধীদের প্রচারণায় যুক্ত করছেন। জামায়াতের স্থানীয় নেতা বেলাল আহমেদ বলেন, সালাউদ্দিনের পরিবারের সঙ্গে তাহেরের দীর্ঘ সম্পর্ক রয়েছে।
তাহেরের সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়, তবে ভিডিওটি চৌদ্দগ্রামে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।