বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীকাল শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করেছে। এ উপলক্ষে নেতাকর্মীদের জন্য ২০ দফা নির্দেশনা দিয়েছে দলটি। এতে বলা হয়েছে— মাঠ কানায় কানায় পূর্ণ করতে হবে, আমিরের বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত স্থান না ছাড়তে হবে এবং বৃষ্টি হলেও বসে থাকতে হবে। জাতীয় পতাকা ছাড়া অন্য কোনো পতাকা ও রাজনৈতিক স্লোগান নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশনায় স্বাস্থ্যসেবা, খাবার, নিরাপত্তা, গাড়ি পার্কিং এবং অভ্যর্থনাকেন্দ্রের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। সায়েদাবাদ, গাবতলী, কমলাপুরসহ ১০টি স্থানে থাকবে অভ্যর্থনাকেন্দ্র।