বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজা যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার অভিযোগ অভিযুক্ত করেছে হামাস। বলেছে, ইসরাইল সরকার চুক্তির দ্বিতীয় পর্যায়ের জন্য আলোচনা করছে না, যার মেয়াদ ১ মার্চ শেষ হওয়ার কথা। যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে ইসরাইলি বন্দিদের মুক্তি, গাজার কিছু অংশে ইসরাইলি সেনাদের প্রত্যাহার এবং মানবিক সাহায্য পাঠানোর কথা ছিল। এই চুক্তি অনুযায়ী, দ্বিতীয় পর্যায়ে সব ইসরাইলি বন্দি মুক্তি এবং স্থায়ী যুদ্ধবিরতির বাস্তবায়ন হওয়ার কথা ছিল। বাসেম নাঈম আল জাজিরাকে শনিবার বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, আবারও এটি দায়িত্বজ্ঞানহীন খেলা, যা চুক্তি নষ্ট করতে এবং যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়ার সংকেত পাঠানোর উদ্দেশ্যে খেলছে’। এদিকে গতকাল হামাস চুক্তির শর্ত মেনে ছয়জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে। কিন্তু ইসরাইল ৬২০ জন ফিলিস্তিনি বন্দিকে এখনো মুক্তি দেয়নি।