সাম্প্রতিক ভূমিকম্পে ঢাকার বিভিন্ন এলাকায় ভবন হেলে পড়া ও ফাটল ধরার ঘটনায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ক্ষতিগ্রস্ত ভবনগুলো পরিদর্শন শুরু করেছে। রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামের নির্দেশে উন্নয়ন নিয়ন্ত্রণ শাখার কর্মকর্তারা বাড্ডার আলাতুন্নেসা স্কুল ও কলেজসহ বিভিন্ন ভবন সরেজমিনে পরিদর্শন করেন। আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা ওই ভবনটি ভূমিকম্পে আরও ক্ষতিগ্রস্ত হওয়ায় তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়। গুলশানের একটি ১০ তলা ভবনের কলামে ফাটল দেখা দেওয়ায় সুইমিংপুলের পানি সরিয়ে ফেলা হয়। টিকাটুলি, ওয়ারী মুগদা ওয়াসা রোড, কাফরুল, আগারগাঁও ও রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এলাকার ভবনগুলোও পরিদর্শন করা হয়। রাজউক ১৫ দিনের মধ্যে বিস্তারিত প্রকৌশল মূল্যায়ন (DEA) সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। সোমবার সকালে চেয়ারম্যানসহ কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত ভবনগুলো পুনরায় পরিদর্শন করবেন।