ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে শনিবার বিকেলে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। শহরের সাদ্দাম বাজার মোড় থেকে প্রতীকী কফিনসহ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচ রাস্তার মোড়ে সমাবেশ ও জানাজা অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হাসেম, শহর শিবিরের সভাপতি হাফেজ মা. আবু ইউসুফ, গণ–অধিকার পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক তৌকিক আহমেদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মুস্তাফিজুর রহমান বক্তব্য দেন। জানাজার ইমামতি করেন জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া–৩ আসনের প্রার্থী হাফেজ মুফতি মাওলানা আমির হামজা।
‘ফ্যাসিবাদ ও আধিপত্যবিরোধী ছাত্র–জনতার ব্যানারে’ আয়োজিত এই কর্মসূচিতে হাজারো মানুষ অংশ নেন। বক্তারা হাদির হত্যার ন্যায়বিচার দাবি করেন এবং তদন্তে স্বচ্ছতা নিশ্চিত না হলে পরবর্তী কর্মসূচির হুঁশিয়ারি দেন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।