মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফরে গিয়েছেন। প্রথম কয়েকদিনের শিল্প আলোচনা ভালো হলেও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে ভাষণ দেওয়ার সময় বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। দর্শকাসন থেকে প্রশ্নের পর প্রশ্ন ধেয়ে আসে আর জি কর হাসপাতালে চিকিৎসক হত্যা, ভোট পরবর্তী হিংসা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে। মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় বিক্ষোভকারীরা চিৎকার করে তাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় তখন শান্ত ও দৃঢ় কণ্ঠে জবাব দেওয়ার পাশাপাশি বলেন, এখানে রাজনীতি করো না, এটা রাজনীতির মঞ্চ নয়। আমার রাজ্যে যাও এবং আমার সঙ্গে রাজনীতি করো।