কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেফতার করা মানায় না। শুক্রবার টাঙ্গাইলের কালিহাতীতে মা-বাবার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি বলেন, সরকার একতরফাভাবে কাজ করছে এবং বঙ্গবন্ধুর ঘরবাড়ি ভাঙার ঘটনায় কোনো সরকারি প্রতিকার হয়নি। তিনি সতর্ক করে বলেন, একতরফা নির্বাচন হলে দেশের জন্য তা ভালো হবে না; সবার অংশগ্রহণে সুষ্ঠু ভোট নিশ্চিত করতে হবে। আগে থেকে ফল নির্ধারণের চেষ্টা করলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে। এ সময় সদ্য কারামুক্ত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, শেখ মুজিব নিহত না হলে রাষ্ট্রচিন্তার ধারা তৈরি হতো, এখনো বাংলাদেশে তা হয়নি।