বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয় বাস্তুহারা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ফারুক অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতীতে রাজনৈতিক দমন-পীড়ন চালিয়েছেন এবং বিএনপি নেত্রী খালেদা জিয়ার কার্যালয় অবরুদ্ধ করেছিলেন। তিনি বলেন, এখন দেশ ফ্যাসিস্টমুক্ত, এবং জনগণ তারেক রহমানের নেতৃত্বের অপেক্ষায় আছে। ভারতের প্রতি আহ্বান জানিয়ে ফারুক বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকর করতে হলে তাঁকে দ্রুত ফেরত দিতে হবে। তিনি আরও বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের তারেক রহমানের নির্দেশ মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যাতে দেশে আর স্বৈরশাসনের পুনরাবৃত্তি না ঘটে। সভায় বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদসহ অন্য নেতারাও বক্তব্য রাখেন।