ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নেত্রী উম্মা উসওয়াতুন রাফিয়ার বাসভবনের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মাসুদ রানা (৪৫), আরিফ (৩০), বিপুল (২১) ও রাজন (১৯)। কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, বাসার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়। বুধবার রাত ৩টার দিকে দুর্বৃত্তরা রাফিয়ার বাসার ফটকে ককটেল বিস্ফোরণ ও আগুন ধরিয়ে পালিয়ে যায়। এতে কেউ আহত হয়নি এবং বড় কোনো ক্ষয়ক্ষতিও ঘটেনি। বাসার লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় রাফিয়ার বড় ভাই খন্দকার জুলকারনাইন রাদ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বিস্ফোরকদ্রব্য আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ আটককৃতদের জিজ্ঞাসাবাদ করছে।