২০২৬ সালের ১২ জানুয়ারি প্রকাশিত ‘আমার দেশ’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৭–০৮ সালের সেনা-সমর্থিত সরকার ও ২০০৯ সালে শেখ হাসিনার ক্ষমতায় আসার পর বাংলাদেশের কয়েকটি প্রধান পত্রিকা পরিকল্পিতভাবে বিএনপি ও দলটির নেতাদের বিরুদ্ধে প্রচারণা চালায়। প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রথম আলো, ডেইলি স্টার, বাংলাদেশ প্রতিদিন ও জনকণ্ঠসহ বিভিন্ন পত্রিকা খালেদা জিয়া ও তারেক রহমানকে দুর্নীতিগ্রস্ত, সহিংস বা রাষ্ট্রবিরোধী হিসেবে উপস্থাপন করেছে, যেখানে সত্যের চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যই প্রাধান্য পেয়েছে।
যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটির গবেষক তাইয়িব আহমেদ বলেন, বাংলাদেশের সংবাদপত্রগুলোর রাজনৈতিক সম্পৃক্ততা ও অর্থনৈতিক নির্ভরতা তাদের সংবাদ উপস্থাপনায় পক্ষপাত সৃষ্টি করে এবং সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা ক্ষুণ্ণ করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এসব পত্রিকা বিএনপিকে সন্ত্রাস, দুর্নীতি ও ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত করে উপস্থাপন করলেও সাম্প্রতিক সময়ে কিছু পত্রিকা তাদের অবস্থান পরিবর্তন করে বিএনপি নেতাদের গণতন্ত্রের প্রতীক হিসেবে দেখাচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই পরিবর্তন বাংলাদেশের গণমাধ্যমের কাঠামোগত সংকটের প্রতিফলন, যেখানে ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ভাষা বদলায়, কিন্তু নৈতিক অবস্থান অপরিবর্তিত থাকে।