চট্টগ্রাম বন্দর এক দিনে ৬ হাজার ৩০১টি গেট পাস ইস্যু করে নতুন রেকর্ড গড়েছে। মঙ্গলবার ৪ হাজার ৭৩৪টি কনসাইনি গেট পাস এবং ১ হাজার ৫৬৭টি অফডক গেট পাস ইস্যু করা হয়, যা একদিনে সর্বোচ্চ। বুধবার বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, এটি বন্দরের ডিজিটালাইজেশনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আধুনিক প্রযুক্তি, বিশেষ করে টার্মিনাল অপারেটিং সিস্টেম (টিওএস) অ্যাপ ব্যবহারের ফলে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকর হয়েছে। তিনি বলেন, চট্টগ্রাম বন্দর দেশের বাণিজ্য ও শিল্পায়নের মূল কেন্দ্র হিসেবে রাজস্ব বৃদ্ধি ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বন্দরের এই সাফল্য বাংলাদেশের সামগ্রিক বাণিজ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।