ইসরাইলের দুই বছরের সামরিক অভিযানে বাস্তুচ্যুত হাজারো ফিলিস্তিনি শীতকালীন বৃষ্টিতে নতুন করে চরম দুর্ভোগে পড়েছেন। শনিবার গাজা উপত্যকার ওপর দিয়ে তীব্র নিম্নচাপ বয়ে যায়, সঙ্গে ছিল ভারী বর্ষণ ও দমকা হাওয়া, যা তাঁবু ও অস্থায়ী আশ্রয়গুলো প্লাবিত করে। আবহাওয়াবিদ লাইথ আল-আল্লামি আনাদোলুকে জানান, এটি চলতি শীতের তৃতীয় নিম্নচাপ এবং সোমবার থেকে চতুর্থটি শুরু হতে পারে।
২০২৩ সালে ইসরাইলি হামলা শুরু হওয়ার পর থেকে বহু পরিবার তাঁবুতে বসবাস করছে। স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করেছে, বৃষ্টি বাড়লে তা পূর্ণ মাত্রার ঝড়ে রূপ নিতে পারে। বাস্তুচ্যুত বাসিন্দারা জানিয়েছেন, বৃষ্টিতে তাঁবু ভেঙে পড়ছে, আয় না থাকায় শিশুদের জন্য পোশাক ও গদি জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে। মাসের শুরুতে ভারী বৃষ্টিতে গাজাজুড়ে আশ্রয়কেন্দ্রগুলো প্লাবিত হয়।
ডিসেম্বরে এখন পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে তিনটি শিশু রয়েছে। প্রবল ঠান্ডা ও ভেজা আবহাওয়ায় হাইপোথার্মিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। মানবিক সংস্থাগুলো আরও আশ্রয়কেন্দ্র ও ত্রাণ প্রবেশের আহ্বান জানিয়েছে।