যুক্তরাষ্ট্রের তিন সিনেটর বার্নি স্যান্ডার্স, পিটার ওয়েলচ ও ক্রিস ভ্যান হোলেন ইসরাইলের সংসদ থেকে আরব এমপি আয়মান ওদেহকে বহিষ্কারের উদ্যোগের কড়া নিন্দা জানিয়েছেন। তারা একে গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত বলে আখ্যায়িত করেন। ওদেহ শান্তি ও ইহুদি-আরব সহাবস্থানের পক্ষে দীর্ঘদিন সোচ্চার। নেসেট কমিটি ৩০ জুন প্রস্তাবটি অনুমোদন করে, যা পাশ হতে ১২০ সদস্যের মধ্যে ৯০ জনের সমর্থন প্রয়োজন। বহিষ্কার কার্যকর হলেও সুপ্রিম কোর্টে আপিলের সুযোগ থাকবে। সিনেটররা সব এমপির মত প্রকাশের অধিকারকে সমর্থন জানান।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।