আফগানিস্তানের খোস্ত প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হওয়ার পর ইসলামাবাদকে পাল্টা জবাবের হুমকি দিয়েছে তালেবান সরকার। নিহতদের মধ্যে নয়জন শিশু রয়েছে বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে পেশোয়ারে আত্মঘাতী হামলায় ছয়জন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর পাকিস্তান এই হামলা চালায়। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, দেশের আকাশসীমা ও জনগণ রক্ষার অধিকার আফগানিস্তানের রয়েছে এবং উপযুক্ত সময়ে জবাব দেওয়া হবে। পাকিস্তান দাবি করে, আফগান ভূখণ্ড ব্যবহার করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলা চালায়, যদিও তালেবান এ অভিযোগ অস্বীকার করে আসছে। ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্ক প্রথমে স্বাভাবিক থাকলেও সাম্প্রতিক মাসগুলোতে তা উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।