Web Analytics
চট্টগ্রামের মিরসরাই উপজেলার কমলদহ এলাকায় শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগামী অজ্ঞাত গাড়ির ধাক্কায় দীপন চন্দ্র নাথ (৪২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সকাল ৮টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এক পথচারীও আহত হন। পুলিশ জানায়, দীপন তার রিকশাভ্যানে করে বিক্রির পণ্য সরবরাহ করছিলেন, এ সময় চট্টগ্রামমুখী একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত দীপন মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকার হিরালাল চন্দ্র নাথের ছেলে। কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাকির রাব্বানি জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভ্যান ও লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ অজ্ঞাত গাড়ি ও চালককে শনাক্তের চেষ্টা চালাচ্ছে। মহাসড়কে নিয়মিত দুর্ঘটনা ও বেপরোয়া গতির কারণে এলাকাবাসী নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

Card image

Related Videos

logo
No data found yet!