শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে তীব্র কম্পন অনুভূত হয়। প্রায় ১৫ সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে ভবনের দেয়াল ফেটে যায়, পুরোনো স্থাপনার অংশ ভেঙে পড়ে এবং বহু ভবন হেলে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে এবং হাসপাতালগুলোতে চাপ বাড়ে। ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে অনেকে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। কেউ ভবনের দুলুনি, কেউ সিঁড়ি দিয়ে নামার সময়ের ভয়াবহতা, আবার কেউ মৃত্যুভয়ের মুহূর্তের কথা শেয়ার করেন। ঢাকাবাসীর মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে, যদিও আফটার শক আঘাত করেনি। বিশেষজ্ঞরা বলছেন, এই ভূমিকম্প নগরবাসীর মনে গভীর দাগ রেখে গেছে এবং অনেকেই এখনো স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন।