বিএনপি নেতা খায়রুল কবির খোকন বলেছেন, বাংলাদেশের মানুষ পিআর বোঝে না। এসব চিন্তাভাবনা বাদ দিতে হবে। কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। ফেব্রুয়ারি মাসে ঘোষিত নির্বাচন পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। তিনি বলেন, যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছেন, তারা লাভবান হতে পারবেন না। স্বৈরাচার সরকারের আমলে দিনের ভোট রাতে হয়ে গেছে, আমি আর ডামি ভোটও হয়েছে কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। দেশের মানুষ মুখিয়ে আছে বিএনপিকে ভোট দেওয়ার জন্য। খোকন বলেন, আমরা আজ একটি গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছি অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে। শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং গভীর শ্রদ্ধা জানাচ্ছি।