গাজামুখী ত্রাণজাহাজ কনশানস, যাতে বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী শহিদুল আলম, সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীরা ছিলেন, সেটির ওপর দিয়ে রোববার বিকেলে ভূমধ্যসাগরে একটি সামরিক বিমান উড়ে যায়। জাহাজ থেকে করা ফেসবুক লাইভে অধিকারকর্মী উইলিয়াম আলেকজান্ডার জানান, একটি বড় সামরিক বিমান কয়েকবার চক্কর দিয়ে তাদের মাথার ওপর দিয়ে উড়ে গেছে। যদিও নিশ্চিতভাবে জানা যায়নি, যাত্রীরা ধারণা করছেন এটি ইসরাইলি বিমান, যা ভয় প্রদর্শনের উদ্দেশ্যে উড়েছে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেও জাহাজের সদস্যরা সবাইকে শান্ত থাকতে বলেন এবং গাজার জন্য আনা ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম দেখিয়ে মানবিক উদ্দেশ্য তুলে ধরেন। ক্যাপ্টেন মাডেলেইন হাবিব আশা প্রকাশ করেন তারা নিরাপদে গাজায় পৌঁছাবেন এবং ফিলিস্তিনিদের জন্য স্থায়ী সামুদ্রিক করিডর স্থাপনের আহ্বান জানান। মার্কিন প্রামাণ্যচিত্র নির্মাতা টম হায়েস বিশ্বজনীন ঐক্যের মাধ্যমে ফিলিস্তিনিদের স্বাধীনতা আন্দোলনে সমর্থন চেয়েছেন। এই অভিযান ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ও থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা উদ্যোগের অংশ, যা ইসরাইলি অবরোধ ভাঙার লক্ষ্য নিয়ে কাজ করছে।