মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক ১৩ বছর বয়সি ছাত্র স্কুলের কম্পিউটার ব্যবহার করে ওপেনএআই-এর চ্যাটজিপিটিতে ‘বন্ধুকে হত্যার উপায়’ জানতে চাওয়ায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে সাউথওয়েস্টার্ন মিডল স্কুলে। স্কুলের মনিটরিং সিস্টেম ‘গ্যাগল’ বার্তাটি শনাক্ত করে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে সতর্ক করে। নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী, পুলিশ দ্রুত ওই ছাত্রকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে দাবি করে, এটি কেবল মজার ছলে করা হয়েছিল, তবে যুক্তরাষ্ট্রে স্কুলে সহিংসতার ইতিহাসের কারণে কর্মকর্তারা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখেন। ভোলুশিয়া কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, কিশোরটিকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। ঘটনার পর কর্তৃপক্ষ অভিভাবকদের সন্তানদের সঙ্গে প্রযুক্তি ব্যবহারে সচেতনতা তৈরির আহ্বান জানায়। এর আগে ক্যালিফোর্নিয়ার এক কিশোরের মৃত্যুর ঘটনায় চ্যাটজিপিটির ভূমিকা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল।