রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার চলাকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। আমার দেশ, দ্য ডেইলি স্টার, নয়া দিগন্ত ও জাগো নিউজ-এর কয়েকজন সাংবাদিক হামলার শিকার হন। আমার দেশ প্রতিবেদক জাহিদুল ইসলাম জানান, তিনি ভিডিও করছিলেন, তখন কয়েকজন এসে তাঁকে টেনে নিয়ে মারধর করে, মোবাইল ভেঙে ফেলে ও প্রেস কার্ড কেড়ে নেয়। অন্যান্য সাংবাদিকরাও হেনস্তার শিকার হন এবং ঘটনার তীব্র নিন্দা জানান। পরে সাংবাদিকরা হামলাকারী হিসেবে ফয়সাল নামের এক ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এ ঘটনায় সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, এটি একটি আকস্মিক ও ভুল-বোঝাবুঝি থেকে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনা। তিনি সাংবাদিকদের প্রতি দুঃখ প্রকাশ করে বলেন, গণমাধ্যম রাজনৈতিক দলের কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছে দেয়, তাই তাদের সঙ্গে পারস্পরিক সম্মান বজায় রাখা জরুরি।