Web Analytics
ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় তালা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন টিপু ও তার অনুসারীদের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, সোমবার রাতে ৫০–৬০ জন যুবক মাদ্রাসায় প্রবেশ করে ছাত্রদের বের করে দেয় এবং ভবনে তালা লাগায়। বাধা দিতে গেলে শিক্ষক হাফেজ আহমদ হোসাইনকে মারধর করা হয়। পরে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফুলগাজী থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম জানান, মাদ্রাসাটি মূলত কমিটি নিয়ে বিরোধের কারণে তালাবদ্ধ ছিল। শনিবার বিকেলে তালা খুলে দেওয়া হয়। স্থানীয় শিক্ষক ও বাসিন্দারা ঘটনাটিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন। আনোয়ার হোসেন টিপু অভিযোগ অস্বীকার করে বলেন, এটি পারিবারিক বিরোধ, রাজনৈতিক কারণে তার নাম জড়ানো হয়েছে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা অসুস্থ হয়ে পড়ার পর পরিচালনা দায়িত্ব পরিবর্তন নিয়ে দ্বন্দ্ব থেকেই এই সংঘাতের সূত্রপাত হয়। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যাতে পুনরায় উত্তেজনা না বাড়ে।

Card image

Related Videos

logo
No data found yet!